তুরস্কে বন্যায় অন্তত ৪৪ জন নিহত

তুরস্কের উত্তর কৃষ্ণ সাগর অঞ্চলে বন্যার পর বোজকার্ত শহর। ছবি: রয়টার্স

তুরস্কের উত্তর কৃষ্ণ সাগর অঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৪৪ জন নিহতের খবর পাওয়া গেছে। প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকারী দলগুলো আশঙ্কা করছে।

আজ শনিবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, গত কয়েক বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় অসংখ্য লোক এখনও নিখোঁজ আছে।

রয়টার্সের ড্রোন ফুটেজে দেখা গেছে, বন্যা কবলিত বজকার্ত শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে জরুরি উদ্ধারকর্মীরা ভেঙে পড়া ভবনগুলোতে নিখোঁজদের অনুসন্ধান করছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তর (এএএফএডি) জানিয়েছে, বজকার্তসহ কাস্তামনু জেলায় বন্যায় অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে এবং সিনোপ ও বার্তিনে আরও সাত জন মারা গেছে।

আশঙ্কা করা হচ্ছে, সোলেন নদীর তীরে একটি ধসে পড়া ভবনের ভেতরে অন্তত ১০ জনের মরদেহ আটকে আছে।

বন্যার পানির স্রোতে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লকের ফাউন্ডেশন ভেসে গেছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

3h ago