সোলাইমানি হত্যা: জাতিসংঘকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরানের

২ বছর আগে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
ছবি: রয়টার্স

২ বছর আগে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে লেখা এক চিঠিতে ইরান এ আহ্বান জানায় বলে আজ রোববার আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়।

গত শনিবার প্রকাশিত ওই চিঠিতে ইরানের রাষ্ট্রপতির কার্যালয়ের আইন বিভাগ জাতিসংঘের প্রতি যুক্তরাষ্ট্রের সরকারের কাজের নিন্দা জানানোর জন্য এবং ভবিষ্যতে দেশটিকে এ ধরনের কাজ নিরুৎসাহিত করার জন্য 'একটি রেজ্যুলেশনসহ জাতিসংঘের ক্ষমতার আওতায় থাকা সব ধরনের আইনি উদ্যোগ' নেওয়ার আহ্বান জানিয়েছে।

চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকারগুলো বছরের পর বছর ধরে তাদের কাজের মাধ্যমে 'অতি মাত্রার একতরফাবাদ' প্রদর্শন করেছে, যা তাদের আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘনের ক্ষমতা দিয়েছে।

আগামী ৩ জানুয়ারি সোলেইমানি হত্যার দ্বিতীয় বছর পূর্ণ হওয়ার কিছু সময় আগে এই বার্তাটি এলো।

ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তৎকালীন কমান্ডার কাসেম সোলেইমানি একটি কূটনৈতিক মিশনে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থানের সময় যুক্তরাষ্ট্রের ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন। ওই হামলায় ইরাকি কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসসহ আরও কয়েকজন নিহত হন।

সোলাইমানিকে হত্যার নির্দেশ দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময় বলেছিলেন, সোলেইমানি 'বিশ্বের শীর্ষ সন্ত্রাসী' এবং তাকে 'অনেক আগেই শেষ করা উচিত ছিল'।

Comments

The Daily Star  | English

Road Surface Melting: Bargain bitumen failing to bear extreme heat

As the country is baking in heatwave, road surfaces in several districts have melted due to what experts say is the use of bitumen that cannot withstand this extreme heat.

5h ago