ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের শাস্তি হতে পারে: ফেডারেল জজ

ডোনাল্ড ট্রাম্প । ছবি: ফাইল ফটো রয়টার্স

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জড়িত থাকার বিষয়ে আদালতে মামলা চলতে পারে বলে জানিয়েছেন একজন ফেডারেল জজ।

গতকাল শুক্রবার এই জজ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল হিলে হামলার জন্য অনুমানযোগ্যভাবে দায়ী হতে পারেন এবং মামলাটি আদালতে পাঠানো যেতে পারে।

আজ শনিবার সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জজ অমিত মেহতা ১১২ পৃষ্ঠার মতামতে লিখেছেন, দাঙ্গার আগে সমর্থকদের কাছে ট্রাম্পের বক্তব্য 'সিভিল ষড়যন্ত্রের সারাংশ', কারণ ট্রাম্প মিছিলে থাকাদের নিজের এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউতে হাঁটার এবং লড়াই করতে 'একটি সাধারণ লক্ষ্যে নিয়ে' কাজ করার কথা বলেছিলেন।

মেহতা বলেন, 'প্রেসিডেন্টের ৬ জানুয়ারির সমাবেশের বক্তৃতাকে যুক্তিসঙ্গতভাবে সম্মিলিত হামলার আহ্বান হিসেবে দেখা যেতে পারে।'

ডেমোক্র্যাটিক সদস্য ও পুলিশ কর্মকর্তারা ইউএস ক্যাপিটলে ৬ জানুয়ারি হামলার জন্য গত বছর ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছিলেন। তাদের দাবি, ট্রাম্প তার সমর্থকদের আক্রমণ করতে প্ররোচিত করেছিলেন।

গতকাল মেহতা লিখেছেন যে মামলা ৩টি প্রমাণ-সংগ্রহের পর্যায় এবং বিচারের দিকে যেতে পারে।

অন্যদিকে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে হোয়াইট হাউসের রেকর্ড করা গুরুত্বপূর্ণ তথ্যের ১৫টি বাক্স পাওয়া গেছে। জাতীয় আর্কাইভস ও রেকর্ডস প্রশাসন একটি চিঠিতে জানিয়েছে, এই বিষয়টি বিচার বিভাগে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago