গত সপ্তাহ ‘হৃদয় বিদারক’ ছিল: বাইডেন

Joe Biden.jpg
জো বাইডেন। ছবি: রয়টার্স ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গত এক সপ্তাহ আমাদের জন্য 'হৃদয় বিদারক' ছিল।

হোয়াইট হাউসে বক্তব্য রাখার সময় মার্কিন প্রেসিডেন্ট  এ কথা বলেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।

তিনি বলেন, আমরা আতঙ্কিত মানুষের মাঝে চরম হতাশার ছবি দেখেছি। আমাদের সবার কাছে এর কারণ পুরোপুরি বোধগম্য। তারা ভীত। তারা দুঃখিত। এর পরে কী হবে তা অনিশ্চিত।

তিনি আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রশংসা করেছেন। যারা কাবুল বিমানবন্দর খালি করতে সহায়তা করছে।

কাবুল বিমানবন্দরে কমপক্ষে পাঁচ হাজার মার্কিন সেনা আছে, আগামী ঘন্টায় এই সংখ্যা ছয় হাজারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

আফগানিস্তানে এখনো সেনা আছে এমন মার্কিন মিত্রদের প্রশংসা করে তিনি বলেন, তারা অসাধারণভাবে কঠিন পরিস্থিতিতে সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করছে।

প্রত্যেক আমেরিকানকে আফগানিস্তান থেকে বের করে আনার অঙ্গীকার করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, গতকাল ৫ হাজার ৭০০ জনকে সরানো হয়েছে। যার মধ্যে ১৬৯ জন আমেরিকান আছে। তারা সামরিক সম্পদ ব্যবহার করে দেয়াল পার হয়ে বিমানবন্দরে প্রবেশ করেছিল।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র মিত্রদের এবং কাবুলে এখনো বিদেশি সাংবাদিকদের সামরিক সহায়তা প্রদান করেছে।

তিনি অঙ্গীকার করেন, কোনো আমেরিকান ফিরতে চাইলে আমরা তাকে বাড়ি পৌঁছে দেব।

তিনি যোগ করেন, তবে, আমি প্রতিশ্রুতি দিতে পারি না চূড়ান্ত ফলাফল কী হবে।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago