নিউইয়র্কে এমন ভয়াবহ বন্যা কখনো দেখিনি: মোনালিসা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখিনি। হঠাৎ করে বন্যা শুরু হওয়ায় অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কথাগুলো বলছিলেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। তিনি গত ১০ বছর ধরে নিউইয়র্কে বসবাস করছেন।
মডেল ও অভিনেত্রী মোনালিসা। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখিনি। হঠাৎ করে বন্যা শুরু হওয়ায় অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কথাগুলো বলছিলেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। তিনি গত ১০ বছর ধরে নিউইয়র্কে বসবাস করছেন।

নিউইয়র্ক থেকে মোনালিসা দ্য ডেইলি স্টারকে বলেন, 'হঠাৎ করে বন্যা শুরু হওয়ায় অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, আমার কিছু হয়নি। সত্যি বলতে, বন্যার এই ভয়ঙ্কর সময়ে দেশের কথা খুব মনে পড়ছে। বিশেষ করে মাকে বেশি মনে পড়ছে।'

তিনি বলেন, 'রাস্তায় প্রচুর পানি। বাইরে যাওয়া যাচ্ছে না। নিচতলায় থাকলে সমস্যায় পড়ে যেতাম। আমি ১৪ তলায় থাকি। জানালা দিয়ে সবকিছু দেখছি। মানুষের কষ্ট দেখে খারাপ লাগছে। সবকিছু স্বাভাবিক হতে সময় লাগবে।'

দেশে কবে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, 'অনেকদিন ধরেই ভাবছি দেশে যাব। সবচেয়ে বড় কথা আমেরিকায় থাকলেও মনটা পড়ে থাকে দেশে। কোভিডের কারণে যেতে পারছি না। সবকিছু একটু স্বাভাবিক হলে দেশে ফিরব।'

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

3h ago