যুক্তরাষ্ট্রে মৃত্যু ৯ লাখ ছাড়াল

এল পাসো কাউন্টি মেডিকেল পরীক্ষকের অফিসের কর্মীরা করোনা মহামারির মধ্যে রেফ্রিজারেটেড ট্রেলার থেকে ‘কোভিড’ লেবেলযুক্ত ব্যাগে থাকা মরদেহ টেনে নিয়ে যাচ্ছেন। ২৩ নভেম্বর, ২০২০। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা একটি ভয়াবহ মাইলফলকে পৌঁছেছে। দেশটিতে মহামারি শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। সর্বশেষ গত ১২ ডিসেম্বর থেকে দৈনিক মৃত্যুর সংখ্যা এক লাখের বেশি হতে শুরু করে। ভাইরাসটির অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে দেশটিকে সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করে।

প্রাথমিকভাবে দেখা গেছে, ওমিক্রন অনেক বেশি সংক্রামক হলেও সাধারণত ডেল্টার মতো গুরুতর নয়। কিন্তু, ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়িয়েছে। তবে, সাম্প্রতিক সপ্তাহে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে যুক্তরাষ্ট্র।

বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালে ভর্তির হওয়া ওমিক্রন রোগীদের বেশিরভাগ টিকা নেননি এবং তারা অন্যান্য দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ছিলেন।

শুক্রবার পর্যন্ত রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হওয়ার পর থেকে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা অন্তত ৯ লাখ ৪ হজার ৬৭ জনে পৌঁছেছে। যা দক্ষিণ ডাকোটার মোটি জনসংখ্যার চেয়ে বেশি। এ সংখ্যা করোনায় মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার ধীরে টানা দুই দিন ধরে সাত দিনের গড় ২ হাজার ৫৯২ জনে নেমে এসেছে। যা সংক্রমণের বর্তমান তরঙ্গে সর্বোচ্চ গড় ২ হাজার ৬৭৪ এর তুলনায় বেশি। ২০২১ সালের জানুয়ারিতে ডেল্টা তরঙ্গের সময় প্রতিদিন গড়ে ৩ হাজার ৩০০ জনের মৃত্যুর রেকর্ড শীর্ষে ছিল।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

5h ago