শিনজো আবের হত্যাকারী সম্পর্কে যা জানা গেল
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীকে শনাক্ত করেছে জাপানি গণমাধ্যম।
সন্দেহ করা হচ্ছে, তিনি জাপানের নারা শহরের বাসিন্দা। তার নাম তেতসুয়া ইয়ামাগামি। তার বয়স ৪১ বছর। তিনি দেশটির নৌবাহিনীর জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের সাবেক সদস্য বলে জানা গেছে।
তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এখনো এটি নিশ্চিত করেনি।
পুলিশের বরাতে জাপানি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ইয়ামাগামি 'আবের প্রতি অসন্তুষ্ট ছিলেন এবং তাকে হত্যা করতে চেয়েছিলেন।'
অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা এক লোককে একটি বড় বন্দুক বহন করতে দেখেছেন এবং পিছন থেকে আবের দিকে দুবার গুলি চালাতে দেখেছেন।
তবে হত্যাকাণ্ডটি পরিকল্পিত কিনা তা এখনো স্পষ্ট নয়। শিনজো আবে যে ওই এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তা কেবল গত রাতে নিশ্চিত হয়েছিল।
Comments