ইলিশ শিকার…

সময়, স্থান ও প্রেক্ষাপট ভিন্ন হলেও উত্তাল মেঘনার বুকে ইলিশ ধরার এই আলোকচিত্রটি মনে করিয়ে দিতে পারে কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'পদ্মা নদীর মাঝি'র শুরুর কয়েকটি লাইন।
মানিক ওই উপন্যাসের শুরুতে লিখেছেন, 'পদ্মায় ইলিশ মাছ ধরার মরশুম চলিয়াছে। দিবারাত্রি কোনো সময়েই মাছ ধরিবার কামাই নাই। সন্ধ্যার সময় জাহাজঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে। জেলে–নৌকার আলো ওগুলি…'।
গতকাল মঙ্গলবার থেকে দেশের ৬টি অভয়ারণ্যে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহনে ২ মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বরিশাল বিভাগের ৩টিসহ ৬ জেলার ৪৩২ কিলোমিটার এলাকাজুড়ে এ নিষেধাজ্ঞা পালিত হচ্ছে। ইলিশের প্রজনন বাড়াতে অভয়ারণ্যগুলোতে মা ইলিশের ডিম পাড়ার প্রক্রিয়াটি নির্বিঘ্ন করতেই এই ব্যবস্থা।
নিষেধাজ্ঞা শুরুর আগে গত ২৭ ফেব্রুয়ারি বরিশালের মেঘনা নদী থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী টিটু দাস।
Comments