উৎসব…
দেশের নানা প্রান্তে প্রচলিত লোকজ খেলাগুলোর মধ্যে মোরগ লড়াই ও লাঠিখেলা এখনো জনপ্রিয়তার শীর্ষে। বাংলাদেশে বিভিন্ন উৎসবসহ নানান লোকজ ও পারিবারিক অনুষ্ঠানে এই খেলা দুটির চল দেখা যায়।
মহামারির অমঙ্গলে বাঙালির সার্বজনীন বর্ষবরণ উৎসব গেল ২ বছর ছিল ফিকে। আজ বৃহস্পতিবার পূব আকাশে সূর্যোদয়ে আবার এসেছে মঙ্গলের ডাক। বাংলা পঞ্জিকায় সূচনা ঘটেছে নতুন অধ্যায়ের।
বঙ্গাব্দ ১৪২৯ কে বরণ করে নিতে দেশের বিভিন্ন জায়গার মতো খুলনা বিশ্ববিদ্যালয়েও ছিল নানা আয়োজন। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্ত্বরে আয়োজিত মোরগ লড়াই ও লাঠিখেলার ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্র সাংবাদিক হাবিবুর রহমান।
Comments