জীবন যেখানে যেমন!

রাজধানীর ব্যস্ততম একটি সড়কের মধ্যবর্তী বিভাজকের ওপর সম্পূর্ণ অনিরাপদভাবে শুইয়ে রাখা হয়েছে শিশুটিকে। যানজটের সময় মা তার আদরের শিশু সন্তানকে এভাবে শুইয়ে রেখে তড়িঘড়ি করে গাড়ির কাছে ছুটে যান সাহায্যের প্রত্যাশায়। ছবিটি কাকরাইল এলাকা থেকে তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান।
Comments