দুরন্ত
বাঙালি ও বাংলাদেশের চিরায়ত সত্তার মৌলিক অংশকে পরম মমতায় ধারণ করা পল্লীকবি জসীমউদ্দীন তার 'নিমন্ত্রণ' কবিতায় লিখেছিলেন, 'ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তার একপাশ দিয়া,/কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া।'
ছবির এই জলাধারকে নদী বলা যাবে না। আবার এর জল যে কাকের চোখের মতো স্বচ্ছ, তা বলার উপায়ও নেই। তবে গ্রীষ্মের তপ্ত দুপুরে শরীর জুড়িয়ে নেওয়ার জন্য বরিশালের বানারীপাড়া উপজেলার কাজলাহার গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা এই খালের ঘোলা পানিতে নামতে পিছপা হয়নি দুরন্ত কিশোরের দল।
সম্প্রতি খালের পানিতে পাড়াগাঁর কিশোরদের দুরন্তপনার ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্র সাংবাদিক টিটু দাস।
Comments