ফোকলা হাসির পাল্লা!

প্রখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায়ের 'আহ্লাদী' ছড়াটির কথা মনে করিয়ে দিতে পারে ছবিটি। সুকুমার সেখানে লিখেছেন, 'হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী/তিন জনেতে জট্লা ক'রে ফোক্লা হাসির পাল্লা দি।'
শহরের ফুটপাতে সুপারি পাতার খোলায় চড়ে খেলতে থাকা এই দুই সুবিধাবঞ্চিত শিশুর কাছ থেকে জীবন অনেক কিছু কেড়ে নিয়েছে। তারপরও, মুখে লেগে থাকা হাসি দিয়েই তাদের কঠিন জীবনটাকে কিছুটা সহজ করার চেষ্টা যেন।
সম্প্রতি রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশ।
Comments