হঠাৎ বৃষ্টি…

বাংলার বর্ষা নিয়ে কবি-সাহিত্যিকদের আহ্লাদের অন্ত নেই। এ সংক্রান্ত বিভিন্ন লেখায় তারা একদিকে যেমন বৃষ্টি বন্দনায় মেতেছেন, আবার কারও কারও লেখায় উঠে এসেছে রুঢ় বাস্তবতা।

প্রখ্যাত শিশুসাহিত্যিক সুকুমার রায় তার 'বর্ষার কবিতা'য় লেখেন, 'সারাদিন ঘনঘটা কালো মেঘ আকাশে,/ভিজে ভিজে পৃথিবীর মুখখানা ফ্যাকাশে।/বিনা কাজে ঘরে বাঁধা কেটে যায় বেলাটা,/মাটি হল ছেলেদের ফুটবল খেলাটা ।'

আবার শিল্পী কবির সুমন 'মেঘদূত' নামের গানটিতে মেঘের বন্দনার পাশাপাশি গেয়েছেন, 'ঘর বেঁধেছে পথের ধারে যাদের দল/তাদের ঘরে মেঘ মানেই নোংরা জল/সেই জলেতে বেদম ভিজে একলা লোক/মেঘদূতের নাম রেখেছে আহাম্মক'।

আজ বুধবার দুপুরে হঠাৎ এক পশলা বৃষ্টি ভাসিয়ে দিয়ে গেছে ঢাকা মহানগরের অনেক এলাকা। এই বৃষ্টি কারও কাছে হয়ে ওঠে আনন্দের উপলক্ষ্য। আবার কারও কাছে তা ছিল বিড়ম্বনার নামান্তর।

ঢাকার বিভিন্ন জায়গা থেকে ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশ ও আনিসুর রহমান।
Comments