বীজে বীজে বীজসৃষ্টি

আমারো তোমারো কোনো আদিঅন্ত নেই
অলংকরণ:অসীম চন্দ্র রায়

আমারো তোমারো কোনো আদিঅন্ত নেই

তোমারো আমারো কোনো আদিঅন্ত নেই

এই পত্র এই পুষ্প জনে জনে জন্ম নেয়

শুধু তোমাতেই

শুধু আমাতেই

বীজে বীজে বীজসৃষ্টি শুধু দৃষ্টিতেই।

 

আমাকে না দেখে যদি তোমাকে পেলাম

তোমার ডাকে কি তবে আমিও এলাম?

বন্দরে অন্দরে যদি অন্তর হলাম,

ভেতরে বাইরে তবে কাকে যে পেলাম!

আমাদের পাত্রে কোনো হেমলক নেই;

বীজে বীজে বীজসৃষ্টি শুধু দৃষ্টিতেই।

 

ফেরার সময় হলে ফিরে যাবে যদি,

আসা ও যাওয়ায় অন্ধ কেন নিরবধি?

বলো কে কে হেঁটে যাবে জোয়ার অবধি?

বলো কে কে রেখে যাবে দেহলীন গদি?

আমাদের মাঝে কোনো দরদাম নেই,

বীজে বীজে বীজ সৃষ্টি শুধু দৃষ্টিতেই।

 

আকাশ কি ফিরে যাবে মাটির নিকট?

দৃশ্য ও অদৃশ্য হবে সব দৃশ্যপট।

থাকবে না আর কোনো বিদগ্ধ সঙ্কট;

স্বর্গে মর্ত্যে তিরোহিত অমঙ্গল ঘট

মুহূর্ত মুহূর্তে যদি যায় অনন্তেই

বীজে বীজে বীজসৃষ্টি শুধু দৃষ্টিতেই।

 

ফেরা মানে ফেরা নয়, ফেরা মানে আসা

ভালোবাসা ফেরি করে শুধু ভালোবাসা।

Comments

The Daily Star  | English
NBR suspends Abdul Monem Group's import and export

NBR suspends Abdul Monem Group's import, export

It also instructs banks to freeze the Group's bank accounts

3h ago