বইমেলার তারিখ নির্ধারণে বৈঠকে বসছে বাংলা একাডেমি

book_fair_1feb22.jpg
ফাইল ফটো

ভাষার মাস ১ ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হওয়ার রেওয়াজ থাকলেও ব্যতিক্রম হয়েছিল গত বছর। করোনা সংক্রমণ পরিস্থিতিতে এবার যথা সময়ে মেলা শুরু নিয়ে লেখক প্রকাশক ও পাঠকদের মধ্যে দেখা দিয়ে দিয়েছে নানা প্রশ্ন।

মেলার তারিখ নির্ধারণ ও সার্বিক বিষয় নিয়ে আজ মঙ্গলবার বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা মেলা করার পক্ষে। সব ধরনের প্রস্তুতি আছে, মন্ত্রণালয় জানিয়েছে ১৫ তারিখ থেকে মেলার শুরুর প্রস্তুতি নিতে। এখন স্বাস্থ্যবিধি মেনে কীভাবে মেলা করা যায় তা নিয়ে কিছুক্ষণ পর বৈঠক। প্রকাশক সমিতির সবাকে ডাকা হয়েছে, তাদের সঙ্গে বসে বাকিটা বলা যাবে। বলা যাবে শুরুর তারিখ ও মেলার সময়সীমা।

বাংলা একাডেমির জনসংযোগ ও সমন্বয় উপকমিটির তথ্য অনুযায়ী, ২০২১ সালের বইমেলায় একাডেমি প্রাঙ্গণে ১০৭টি প্রতিষ্ঠান ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৩টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। এর বাইরে মেলায় ছিল ৩৩টি প্যাভিলিয়ন। সব মিলিয়ে গতবার মেলায় ৪৬৬টি প্রকাশনা সংস্থা অংশ নেয়।

সূত্র জানায়, একাডেমির কার্যনির্বাহী পরিষদের দুজন প্রতিনিধি, সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদের নিয়ে আগামী মেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকবে ২০২১ সালের বইমেলা মতোই।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

3h ago