খ্যাতির জন্য নয়, আনন্দের জন্য কাজ করতে চাই: আবদুল্লাহ আবু সায়ীদ

শিক্ষাবিদ, সাহিত্যিক, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘খ্যাতির জন্য নয়, সারা জীবন আনন্দের সাথে কাজ করতে চাই। মানুষকে ভালোবেসে বাঁচতে চাই। আলোকিত মানুষ গড়ার স্বপ্ন দেখি। জীবনের শেষ দিন পর্যন্ত এই স্বপ্ন দেখে যাবো।’
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
পাক্ষিক আনন্দ আলো আয়োজিত গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১ শিক্ষাবিদ, সাহিত্যিক, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে আজ সোমবার তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

শিক্ষাবিদ, সাহিত্যিক, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, 'খ্যাতির জন্য নয়, সারা জীবন আনন্দের সাথে কাজ করতে চাই। মানুষকে ভালোবেসে বাঁচতে চাই। আলোকিত মানুষ গড়ার স্বপ্ন দেখি। জীবনের শেষ দিন পর্যন্ত এই স্বপ্ন দেখে যাবো।'

আজ সোমবার চ্যানেল আই কার্যালয়ে পাক্ষিক আনন্দ আলো আয়োজিত গোলন্দাজ আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২১ গ্রহণকালে বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, আবদুল্লাহ আবু সায়ীদ এ কথা বলেন।

গফরগাঁওয়ের রাজনীতিবিদ ও সমাজসেবক আলতাফ হোসেন গোলন্দাজের নামে আনন্দ আলো প্রবর্তিত এই পুরস্কার গত বছর দেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে এই কার্যক্রম বন্ধ ছিল।

এক বছর পর আজ শিক্ষাবিদ, সাহিত্যিক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিনে এই পুরস্কার প্রদান করা হলো।

চ্যানেল আই কার্যালয়ে সরাসরি এই অনুষ্ঠানে আলতাফ হোসেন গোলন্দাজের পুত্র গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদের হাতে পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা, ক্রেস্ট, উত্তরীয়সহ অন্যান্য উপহার তুলে দেওয়া হয়।

Comments