অল্প বৃষ্টিতেই ঢাকা কেন পানির নিচে?
কয়েক ঘণ্টার বৃষ্টিতেই কোমর কিংবা হাঁটু পানিতে ডুবে যায় ঢাকার বেশ কিছু এলাকা। নর্দমার ময়লা আবর্জনা মেশানো পানিতে ডুবে যাওয়া ভাঙা রাস্তায় তৈরি হয় অসহনীয় যানজট।
বৃষ্টি যেখানে আশীর্বাদ হয়ে আসার কথা সেই দেশের রাজধানী থেকে বৃষ্টির পানি নিষ্কাশনে ব্যর্থ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ। এ শহরের খাল-নদী-জলাধার দখল হয়ে আছে, পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় রয়ে গেছে সমন্বয়হীনতা, হচ্ছে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ, জমছে আবর্জনার স্তুপ। বছরের পর বছর শুধু রাস্তা কেটে নালা তৈরির কাজ করতে দেখা যায়, কিন্তু জলাবদ্ধতার কোন কার্যকর সমাধান এখন পর্যন্ত রাজধানীবাসী দেখেনি। আদৌ কখনো এর সমাধান হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দেবযানী শ্যামার সঙ্গে ঢাকা শহরের জলাবদ্ধতা নিয়ে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক রাশিদুল হাসান।
Comments