উন্নয়ন প্রকল্প মানেই কি গাছ কাটা

বন বিভাগের অনুমোদন ছাড়াই রুয়েটের অর্ধশতবর্ষী ১৫টি গাছ বিশ্ববিদ্যালয় প্রশাসন ১ লাখ ২৭ হাজার টাকায় বিক্রি করেছে। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে বিতর্কের অবসান হওয়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের অফিসের সামনে গাছ কাটা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামের সিআরবিতে গাছ কেটে হাসপাতাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছিল। এর বাইরেও বিভিন্ন সময় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে গাছ কেটে ফেলার একটা প্রবণতা দেখা যায়।

গাছ কাটার উন্নয়ন দর্শনের সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, চলছে আন্দোলন।

স্টার কানেক্টসে বৃক্ষ নিধন নিয়ে মতামত জানাতে দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়ের সঙ্গে যুক্ত আছেন বরেণ্য স্থপতি ইকবাল হাবিব।

Comments