এই বছরও কি নষ্ট হবে কোরবানির পশুর চামড়া?
বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ কাঁচা চামড়া উৎপাদিত হয় তার অর্ধেকের বেশি আসে কোরবানির ঈদে। এ সময় এক কোটির মতো পশু কোরবানি দেওয়া হয়। কিন্তু, গত কয়েক বছর ধরে কাঁচা চামড়া ফেলে দিতে দেখা গেছে। ২০১৯ সালেই ১০০ কোটি টাকা সমমূল্যের কাঁচা চামড়া ফেলে দেওয়া হয়েছিল।
কেন ফেলে দিতে হচ্ছে এত কাঁচা চামড়া? এই বছরও কি একই ঘটনা ঘটতে যাচ্ছে? এবছর কি এই পরিস্থিতি থেকে বের হতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে?
এসব বিষয় নিয়ে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমের আজকের আয়োজন। আলোচনা করেছেন খন্দকার মোহাম্মদ শোয়েব এবং ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রেফায়েত উল্লাহ্ মীরধা।
Comments