কলকাতার ট্রাম: ১৪৮ বছরের ঐতিহ্য

শহরের বুক চিরে আজও তার ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে চলছে কলকাতার ট্রাম। বর্তমানে আমরা যখন আধুনিকতার চাদরে মোড়া, তখন প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যর মেলবন্ধনের সাক্ষী এই ট্রাম। ট্রামের যাত্রা শুরু হয়েছিল ঘোড়ায় টানা বাহন হিসেবে, কালের বিবর্তনে বর্তমানে ট্রাম চলছে বিদ্যুতে। রয়েছে এয়ারকন্ডিশন ও ওয়াইফাই এর মতো অত্যাধুনিক সুবিধাও।

কলকাতা শহরের বুকে ট্রাম লাইন ৭টি। তার ওপর দিয়ে চলে ৩৫টি ট্রাম। উবার, ওলা- এসব রাইড শেয়ারিং সার্ভিসের সুখ স্বাচ্ছন্দে অভ্যস্ত হলেও, আজও কলকাতার প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াতের মাধ্যম এই ট্রাম। এর প্রধান কারণ ট্রামের যৎসামান্য ভাড়া। 

কলকাতায় প্রথম ট্রাম চলেছিল ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি। সেই বছরই যাত্রীর অভাবে স্থগিত হয়ে যায় কলকাতায় ট্রামের যাত্রা। পরবর্তীতে ১৮৮০ সালের ২২ ডিসেম্বর লন্ডনে স্ট্রামওয়ে কোম্পানি স্থাপিত হওয়ার পর তারা পুনরায় কলকাতার বুকে ট্রাম নিয়ে আসে।

স্টার স্পেশালে আজ থাকছে কলকাতার ট্রামের গল্প।

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

14m ago