ঐতিহ্যের বাপী গ্রিন ট্যাক্সি এখন ‘কার-টুন’!
কলকাতার রাস্তায় যতই ওলা বা উবারের মতো অ্যাপক্যাব আসুক না কেন, আজও তার কৌলীন্য ট্যাক্সি। হলুদ-কালো থেকে সাদা বা হলুদ অ্যাম্বাসেডর আজও তিলোত্তমা নগরীর সিগনেচার।
স্থানীয়দের কাছে তো বটেই, বিদেশিদের কাছেও কলকাতার অন্যতম পরিচয় এর ট্যাক্সি। হাজারো গাড়ির ভিড়ে হঠাৎ দেখা মেলে ভিন্ন এক ট্যাক্সি, যেন ইট-পাথরের রাস্তায় চলন্ত এক উদ্যান।
সাদা অ্যাম্বাসেডর। সারা গায়ে আঁকা শিশুদের অসংখ্য ছবি, লেখা, ছড়া, আর মাথার ওপর ঘাস, গাছ। এমনকি গাড়ির ভেতরেও গাছ।
পথ চলতি নাগরিক-মনে বিস্ময় জাগানো এক পরিবেশবান্ধব ট্যাক্সি 'কলকাতার কার-টুন' নিয়ে আজকের স্টার স্পেশাল।
Comments