ওমর ফারুক: একজন সন্তান, ভাই ও শহীদের গল্প

পিরোজপুর নগরীর সরকারি মহিলা কলেজ সংলগ্ন পুরনো টিনের ঘরে এক মুক্তিযোদ্ধা মা ৫০ বছর ধরে অপেক্ষা করছেন সন্তানের জন্য। সন্তান কখন ঘরে ফিরবে সেই অপেক্ষায়।

পিরোজপুর নগরীর সরকারি মহিলা কলেজ সংলগ্ন পুরনো টিনের ঘরে এক মুক্তিযোদ্ধা মা ৫০ বছর ধরে অপেক্ষা করছেন সন্তানের জন্য। সন্তান কখন ঘরে ফিরবে সেই অপেক্ষায়।

পাকিস্তান জিন্দাবাদ বলতে বলতে ওমর ফারুক বলে ওঠেন জয় বাংলা। লোহার রডে পাকিস্তানি পতাকা বেঁধে ওমরের মাথার খুলির মধ্যে ঢুকিয়ে দেয় ওরা।

কিন্তু এতটা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, এ কথা এখনো বিশ্বাস করতে পারেননি মা। যুদ্ধে যাওয়ার সময় ২১ বছর বয়সী ওমর ফারুক তার মা কুলসুম বেগমকে বলে গেছেন তিনি ফিরে আসবেন সতীর্থ মুক্তিযোদ্ধাদের নিয়ে। তাই গত ৫০ বছর ধরে ঘরের দরজা বন্ধ করেন না মা। যদি ফিরে এসেও চলে যায় আদরের ছেলে।

ওমরের ছোট বোন সালমা রহমান হ্যাপী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এক শহীদ সন্তান এবং তার জননীর গল্প। দেখুন স্টার স্পেশালে। 

Comments

The Daily Star  | English

The contradiction of comfort

How comfortable is it to not have clean air to breathe?

6h ago