কম দামে ফোন বিক্রি: প্রতারণার নতুন কৌশল

সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে অর্থ উপার্জনের ফাঁদ পেতেছিল একটি প্রতারক চক্র। এই ফাঁদে পা দিয়ে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা হারিয়েছেন ঢাকা ও আশপাশের জেলার প্রায় দেড় হাজার মানুষ। প্রতারকদের আরেকটি চক্র ময়মনসিংহের মুক্তাগাছায় স্বল্পমূল্যে মোবাইল বিক্রির চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়েছে প্রতারক চক্রের কয়েকজন সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কীভাবে হচ্ছে এইসব প্রতারণা?

এই প্রতারক চক্র কীভাবে ফাঁদ পেতে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করছে স্টার ক্রাইম ফাইলে আজ থাকছে তারই গল্প।

Comments