কলকারখানার বর্জ্যে দূষিত নদী
ময়লা, দুর্গন্ধযুক্ত কালো পানিতে রাস্তা, মাঠ এমনকি ঘরবাড়ি ডুবে আছে। চলতে গেলে পা পানিতে ডুবছে নাকি আলকাতরায়, তা বোঝার উপায় নেই।
পুরো এলাকাই যেন আবর্জনার ভাগার। টঙ্গীর পাগার এলাকার প্রতি বর্ষার চিত্র এটি। আশেপাশের কলকারখানার অপরিশোধিত বর্জ্য ফেলা হচ্ছে নদী, ডোবা আর মাটিতে। একটু বৃষ্টি হলেই সেই আবর্জনা পুরো এলাকাকে করে তোলে বিষাক্ত রাসায়নিকের নর্দমা।
এই পরিস্থিতি শুধু টঙ্গীরই নয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিকের পরিসংখ্যানে উঠে এসেছে, দেশের অন্তত ৪৮টি কারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা (ইটিপি) নেই।
কীভাবে বছরের পর বছর পরিবেশের তোয়াক্কা না করে এই কারখানাগুলো চলছে? পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি এই ক্ষতির দায় আসলে কার?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার।
Comments