কাজুবাদাম চাষে স্বাবলম্বী হচ্ছেন পার্বত্য অঞ্চলের নারীরা

রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড়ের বুকে সারি সারি কাজু বাদামের গাছ। ষাটের দশকে শুরু হওয়া এই কাজু বাদাম চাষ এখন বেড়েছে বহুগুণ।

আগে বাংলাদেশের বাজারে কাজু বাদামের যোগান ছিল পুরোপুরি আমদানিনির্ভর। সময়ের পরিক্রমায় পার্বত্য অঞ্চলের কাজুবাদাম দেশের বাজারগুলোয় জায়গা করে নিচ্ছে। সেইসঙ্গে দিন দিন এর চাহিদাও বাড়ছে।

এতে একদিকে যেমন ব্যবসায়ী ও কৃষকরা লাভবান হচ্ছেন, অন্যদিকে তৈরি হচ্ছে তরুণ উদ্যোক্তা।

বর্তমানে পার্বত্য অঞ্চলে ২০ জনের বেশি নারী উদ্যোক্তা কাজুবাদামের চাষ ও ব্যবসা করছেন।

আজ ইনসাইড বাংলাদেশে থাকছে কাজুবাদামের সফল উদ্যোক্তা জবা তঞ্চঙ্গ্যা ও শিরিন সুলতানার গল্প।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

17m ago