কেউ জানে না শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে

দেড় বছর হতে চলল দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। রোববার ইউনিসেফ ও ইউনেস্কো যৌথ বিবৃতি দিয়ে সকল দেশের সরকার ও নীতিনির্ধারকদের আহ্বান জানিয়ে বলেছে, পুরো একটি প্রজন্মকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে নিরাপদে স্কুল খুলে দিতে হবে। কিন্তু বাংলাদেশে করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আসছে না এবং কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে সরকারের দিক থেকে সেরকম কোনো ইঙ্গিতও পাওয়া যাচ্ছে না।

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ফারহানা আহমেদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের ডেপুটি প্ল্যানিং এডিটর ওয়াসিম বিন হাবিব।

Comments

The Daily Star  | English

Khulna JP office vandalised

Protesters vandalised the Jatiyo Party office in Khulna’s Dakbangla area yesterday evening.

4h ago