ক্রেতা নেই চারার হাটে, লোকসানে কৃষক
ধানের চারার সবুজ রঙে চোখ জুড়ালেও ক্রেতা নেই বরিশালের ধানের চারার হাটে। আমন ধানের মৌসুমে আশপাশের প্রান্তিক কৃষকরা বীজ থেকে ধানের চারা গজানোর পরেই নিয়ে আসেন এই হাটে।
তবে এ বছর অতি বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় চারার বিক্রি নেই বললেই চলে। তাই স্বাভাবিকের চেয়ে অনেক কম দামে চারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা।
দেখুন স্টার নিউজবাইটসে।
Comments