খুলনা নিউজপ্রিন্ট মিলের ভবিষ্যৎ কী?
কম দাম হওয়ায় ৯০ এর দশকে শিক্ষার্থী ও সংবাদপত্র প্রকাশকদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল নিউজপ্রিন্ট। এর বেশিরভাগই উৎপাদন হতো খুলনা নিউজপ্রিন্ট মিলে। ক্রমাগত লোকসান এবং মূলধনের ঘাটতির কারণে ২০০২ সালে মিলটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়েন প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারী। বন্ধ হলেও এর ব্যয় কিন্তু কমেনি। বরং পরবর্তী ২০ বছরে রক্ষণাবেক্ষণ এবং অফিস খরচ বাবদ অন্তত ৩৩ কোটি টাকা ব্যয় হয়েছে। তার ওপর মিলটির কাঁধে রয়েছে ঋণের বোঝা।
খুলনা নিউজপ্রিন্ট মিলের বর্তমান অবস্থা নিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ।
Comments