অজিদের কাছে ‘অবিশ্বাস্য’ লাগছে মোস্তাফিজের স্কিল
অ্যাস্টন অ্যাগার জানালেন, বাংলাদেশের এই পেসারের দক্ষতা রীতিমতো অবিশ্বাস্য। শুধু কবজি নয়, বল ছাড়তে আঙুলের কারিকুরিও করছেন তিনি।
মন্থর উইকেটে ধেয়ে আসছে একের পর এক ধীর গতির বল। কাটার করে বেরিয়ে যাওয়া ডেলিভারিগুলোতে কোন গতিতে ব্যাট চালাবেন বুঝতে বুঝতেই শেষ। মিরপুরের মাঠে মোস্তাফিজুর রহমানকে সামলানোর পথ কিছুতেই বুঝে উঠতে পারছে না অস্ট্রেলিয়া। অ্যাস্টন অ্যাগার জানালেন, বাংলাদেশের এই পেসারের দক্ষতা রীতিমতো অবিশ্বাস্য। শুধু কবজি নয়, বল ছাড়তে আঙুলের কারিকুরিও করছেন তিনি।
Comments