'এখানকার অভিজ্ঞতাটা খুব একটা কাজে আসবে না'

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও মন্থর-টার্নিং উইকেটে খেলছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও এতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি কতটা হচ্ছে তা নিয়ে প্রশ্ন আছে।

পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও মনে করেন, ঘরের মাঠের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে না। তবে টানা জেতাটা তাদের আত্মবিশ্বাস দিবে।

আগামীকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড। খেলা মাঠে গড়াবে বিকাল চারটায়।

Comments