গণটিকা নাকি গণসংক্রমণের আয়োজন
গণটিকার সরকারি উদ্যোগও পরিণত হল বিশৃঙ্খল গণ-জমায়েতের উৎসবে। গণটিকা কার্যক্রমের প্রথম দিন শনিবার দেশের অধিকাংশ টিকাদান কেন্দ্রে স্বাস্থ্যবিধির সকল নিয়ম ভেঙে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অসংখ্য মানুষ টিকা না নিয়েই ফিরে গেছেন। কোথাও টিকা নিতে মারামারি করেছে মানুষ, কোথাও কোথাও টিকা কার্যক্রম ব্যাহত করে টিকা-প্রদানকারী হিসেবে ফটোসেশন করেছে জনপ্রতিনিধিরা।
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে করোনার ভয়াবহতা মোকাবেলায় গণটিকা কার্যক্রম এবং এর অব্যবস্থাপনা নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক জায়মা ইসলাম।
Comments