‘জাইল্লাদের কেহ নাই, জাইল্লারা অসহায়’
মাছের মৌসুম নয়, দিনের পর দিন জালে মাছ উঠছে না, বিভিন্ন নিষেধাজ্ঞা, নৌ পুলিশের অত্যাচার-দুর্ব্যবহার, আর এর মধ্যে ডিজেলের দাম বৃদ্ধি - রাজশাহীর জেলেদের কাছে বেঁচে থাকাটাই এখন যেন বিলাসিতা! আর অন্যদিকে নিম্ন আর মধ্যবিত্তের কাছে মাছে-ভাতে বাঙালির জীবন এখন সুদূর-স্বপ্ন।
Comments