জীবনের দাম মাত্র ৫০ টাকা!
৯ নভেম্বর ২০২১। গাইবান্ধার সাঘাটার পুটিমারী গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র বিকাশ চন্দ্র কাজ শেষে প্রতিদিনের মতো বাড়ি ফিরছিল। হঠাৎ একটি মোটরসাইকেল তার সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বিকাশ গুরুতর আহত হয়।
তাকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে সার্জারি ওয়ার্ডে রেফার করেন।
স্ট্রেচারে করে সার্জারি ওয়ার্ডে যাওয়ার পথে হাসপাতালের খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী ধলু মিয়া অক্সিজেনের জন্য ২০০ টাকা দাবি করেন। দরিদ্র বাবা ৫০ টাকা দিতে না পারায় ধলু অক্সিজেন মাস্ক খুলে ফেলে। কিছুক্ষণ পরেই বিকাশের মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করেছে ধলু মিয়ার বিরুদ্ধে। হয়তো তার শাস্তিও হবে। কিন্তু, এতে কি দেশের হাসপাতালগুলোয় দালালের দৌরাত্ম্যের স্থায়ী সমাধান হবে? আর কোনো বিকাশ চন্দ্রকে টাকার জন্য মারা যেতে হবে না, এর নিশ্চয়তা দেওয়া যাবে?
দেশের হাসপাতালগুলোয় দালালের দৌরাত্ম্য নিয়ে দ্য ডেইলি স্টারের আয়োজন স্টার ইন ডেপথ।
Comments