টিসিবির লাইনে মধ্যবিত্তরাও

দেশের বেশিরভাগ নিম্ন ও মধ্যআয়ের মানুষ তাদের জীবনযাত্রার মান নিয়ে আপোস করতে বাধ্য হচ্ছেন। কারণ নিত্যপণ্যের দাম লাগামহীন। বেড়েছে পরিবহণ খরচও। 'মরার ওপর খাড়ার ঘা' এর মতো এখন সরকার চাইছে গ্যাস-পানির মতো ইউটিলিটি খরচ আরও বাড়াতে। বাধ্য হয়ে টিসিবি পণ্যের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে মধ্যবিত্তদের। কিন্তু টিসিবির পণ্যও চাহিদার তুলনায় অপ্রতুল।

সীমিত আয়ের মানুষদের টিকে থাকার জন্য কী কোনো পদক্ষেপ নিচ্ছে সরকার?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে 'নিত্যপণ্যসহ খরচ বৃদ্ধি ও স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রা' নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আজ আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মাহবুবুর রহমান খান।

Comments