দূষিত বাতাসের তালিকার শীর্ষে বাংলাদেশ
দূষিত, বিষাক্ত ও বিপজ্জনক বাতাসে শ্বাস নিচ্ছেন ঢাকার মানুষ। ঝুঁকিপূর্ণ বাতাসের তালিকার বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০১৮ সাল থেকেই প্রথম ৫-এ থাকে বাংলাদেশ ও রাজধানী ঢাকার নাম।
২০১৯ ও ২০২০ সালে বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান ছিল শীর্ষে। ভয়াবহ বায়ু দূষণের কারণে চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন মানুষ। অকালমৃত্যু হচ্ছে অনেকের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি বাতাসের গুণগত মানের নতুন গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ করেছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, নতুন মানদণ্ডে নির্ধারিত দূষণের মাত্রাকে ছাড়িয়ে গেলে জনস্বাস্থ্যের ওপর বড় ঝুঁকি নেমে আসবে।
বাংলাদেশের বিশেষ করে ঢাকার বায়ুদূষণের কারণ, প্রভাব ও এর সমাধানের উপায় নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার।
Comments