পাহাড়িদের ভূমিতে আগ্রাসন থামছে না কেন?

২৬ এপ্রিল লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দেওয়া আগুনে ধ্বংস হয়েছে বান্দরবানের লামা উপজেলার দুর্গম লাংকম ম্রো পাড়া, জয়চন্দ্র ত্রিপুরা পাড়া ও রেংয়ান ম্রো পাড়ার প্রায় ৪০টি পরিবারের খাদ্য ও খাবার পানির মূল উৎস।

ক্ষতিগ্রস্ত ম্রো পাড়ার বাসিন্দাদের অভিযোগ জমি দখলের জন্য লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাহাড়ে আগুন দেয়। তবে কোম্পানিটির কর্মকর্তারা আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, তারা শুধু পাহাড় পরিষ্কার করেছে।

কেমন আছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, জানতে দেখুন আজকের স্টার কানেক্টস।

Comments