সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পাওয়া আসলে কতটা কঠিন

 

করোনাভাইরাসের সংক্রমণে দিশেহারা অর্থনীতিকে আবার মূল ধারায় ফিরিয়ে আনতে সরকার এখন পর্যন্ত এক লাখ ৩৫ হাজার কোটি টাকার প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে। তবে, প্রান্তিক ব্যবসায়ীদের একটি বড় অংশই বলছেন, সরকারি ওই তহবিল থেকে তারা এখন পর্যন্ত কোনো ধরনের ঋণ পাননি। আবার অনেকে বলছেন, ঋণের বিপরীতে তাদের কাছে ঘুষ চাওয়া হচ্ছে।

কীভাবে এই তহবিল গঠন করা হয়েছে এবং এর বিতরণ প্রক্রিয়াটি কী কী বাঁধার সম্মুখীন হচ্ছে, স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে তা নিয়ে খন্দকার মো. শোয়েবের সঙ্গে আলোচনায় আছেন ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক একেএম জামীর উদ্দীন।

Comments

The Daily Star  | English

BGMEA wants 3-month window from India to clear pending shipments

The association urges the interim government to send a letter to India seeking the opportunity

4h ago