প্রণোদনা তহবিলের হাজার কোটি টাকা কেন পড়ে আছে?

কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সরকার সর্বমোট ১৫ হাজার ২৭৯ কোটি টাকার ১৪টি প্রণোদনা প্রকল্প হাতে নিয়েছিল। ২০২১ এর নভেম্বর নাগাদ ওই তহবিলের ৬০ শতাংশ অর্থ খরচ হয়েছে। কিন্তু কিছু প্রকল্প আছে এখনো যার ১ শতাংশ অর্থও খরচ হয়নি।

কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সরকার সর্বমোট ১৫ হাজার ২৭৯ কোটি টাকার ১৪টি প্রণোদনা প্রকল্প হাতে নিয়েছিল। ২০২১ এর নভেম্বর নাগাদ ওই তহবিলের ৬০ শতাংশ অর্থ খরচ হয়েছে। কিন্তু কিছু প্রকল্প আছে এখনো যার ১ শতাংশ অর্থও খরচ হয়নি।

দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য এত বড় তহবিল গঠন করেও কেন সেই অর্থ ব্যবহার করা সম্ভব হয়নি?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে সরকারের বিভিন্ন প্রণোদনা তহবিল নিয়ে খন্দকার মো. শোয়েবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার আসিফুর রহমান।

Comments

The Daily Star  | English

Fire breaks out at shoe factory in Ctg

A fire broke out at a factory that produces shoe accessories on Bayezid Bostami Road in Chattogram city this afternoon

15m ago