প্রশংসা ও ভর্ৎসনায় ‘গেহরাইয়ান’!
মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের আলোচনা, সমালোচনা, প্রশংসা ও ভর্ৎসনার কেন্দ্রে চলে এসেছে শাকুন বাত্রা পরিচালিত 'গেহরাইয়ান'। দীপিকা পাডুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে, ধৈর্য কারওয়া অভিনীত 'গেহরাইয়ান' এখন আমাজন প্রাইমের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রদের মধ্যে একটি।
'গেহরাইয়ান' কি শুধু সমালোচনায় সাময়িক জনপ্রিয়তা ভোগ করছে নাকি 'গেহরাইয়ান'র গল্পের গভীরত্ব উপভোগ করতে পারবে দর্শকরা? দেখুন সৈয়দ নাজমুস সাকিবের আজকের স্টার মুভি রিভিউয়ে।
Comments