বন বিভাগ কেন পারছে না হাতি রক্ষা করতে?
হাতির প্রতিকৃতি ছাড়া বাঙালির পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা হয় না। বাংলার লোকজ সংস্কৃতিতে হাতি একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে হাতিকে সম্মান দিয়ে ডাকা হয় মামা নামে। হাতির আবাসস্থল দখল, বনভূমি হ্রাস, হাতির চলাচলের পথে বিভিন্ন ধরনের বাগান, এসব কারণে এই প্রাণীটা আজ অস্তিত্ব সংকটে পড়েছে। হাতি রক্ষায় আমাদের বন বিভাগ কতটুকু সক্ষম?
স্টার কানেক্টসে বাংলাদেশে বন্য হাতির প্রতিকুল পরিবেশ এবং হাতি রক্ষায় করণীয় নিয়ে মোস্তফা ইউসুফের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন বিশিষ্ট বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান।
Comments