বাংলাদেশ যেন পরিণত হয়েছে অসাম্যের দেশে!
বাংলাদেশে ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য বাড়ছে। প্যারিসভিত্তিক ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাবের 'ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি রিপোর্ট- ২০২২' এ এমন তথ্য উঠে এসেছে। অল্প সংখ্যক মানুষের হাতেই জমছে বেশির ভাগ সম্পদ। অসাম্যের এই ভয়াবহতা অস্বীকার করছেন না কেউই। তবে কোনো ধারণা দিতে পারছেন না এর থেকে উত্তরণে করণীয় সম্পর্কে।
সবমিলিয়ে বাংলাদেশ যেন রূপ নিয়েছে অসাম্যের এক দেশে।
বাংলাদেশের মোট জাতীয় আয়ের বৈষম্যের বর্তমান চিত্র নিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ।
Comments