বারবার কেন পদ্মা সেতুতে ফেরির ধাক্কা?
চালুর আগেই বারবার পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটছে। গত এক মাসে ৪ বার নির্মাণাধীন এই সেতুর পিলারে ধাক্কা দিলো যানবাহন ভর্তি ফেরি। ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকার প্রজেক্টের পিলারের পাইল ক্যাপ।
প্রতিবার ফেরির মাস্টারকে শাস্তির আওতায় আনা হলেও আসলে কি এর দায় শুধুমাত্র তাদের? এর পেছনে প্রাকৃতিক কারণ কতটুকু আর সংশ্লিষ্ট ব্যক্তিদের ভুল কতটুকু? ভবিষ্যতে এ ধরণের ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
নির্মাণাধীন পদ্মা সেতুতে বারবার ফেরির ধাক্কা নিয়ে জায়মা ইসলামের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী।
Comments