বীর মুক্তিযোদ্ধা রয়েজ উদ্দিনের গল্প

রয়েজ উদ্দিন পশারী ছিলেন তৎকালীন পাকিস্তান সরকারের তালিকায় অন্যতম শীর্ষ চোরাকারবারি। ভারত থেকে সুন্দরবনের মধ্য দিয়ে বিভিন্ন ধরণের পণ্য চোরাপথে আমদানি করার অভিজ্ঞতা ছিল তার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুক্তিযোদ্ধাদের যাতায়াতে সহযোগিতা করে একাত্তরের মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। পিরোজপুরের মানুষের কাছে রয়েজ উদ্দিন নাইয়া (মাঝি) নামে সুপরিচিত এই বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে আজকের স্টার স্পেশাল বিজয়ের পঞ্চাশ বছর।

রয়েজ উদ্দিন পশারী ছিলেন তৎকালীন পাকিস্তান সরকারের তালিকায় অন্যতম শীর্ষ চোরাকারবারি। ভারত থেকে সুন্দরবনের মধ্য দিয়ে বিভিন্ন ধরণের পণ্য চোরাপথে আমদানি করার অভিজ্ঞতা ছিল তার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মুক্তিযোদ্ধাদের যাতায়াতে সহযোগিতা করে একাত্তরের মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। পিরোজপুরের মানুষের কাছে রয়েজ উদ্দিন নাইয়া (মাঝি) নামে সুপরিচিত এই বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে আজকের স্টার স্পেশাল বিজয়ের পঞ্চাশ বছর।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

49m ago