বেসরকারি অংশীদারিত্বেও সরকারি প্রকল্পের বেহাল দশা কেন?

দেশের বড় প্রকল্পগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে বাংলাদেশ সরকার ২০১০ সাল থেকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কাজ শুরু করেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা হাই টেক সিটি, মিরসরাইয়ের ইকোনমিক জোনসহ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এখন মোট ৭৮টি প্রকল্প চলছে। আর ২০২২ সালে এসে এর মধ্যে মাত্র ১টি প্রকল্প সম্পূর্ণ হয়েছে।

বেসরকারি সংস্থার সাথে একসঙ্গে কাজ করার যে উদ্দেশ্য তা কতটুকু সফল? সম্পূর্ণ সরকারি প্রকল্প বা বেসরকারি অংশীদারিত্বসহ প্রকল্প বাস্তবায়নে কেন সময়-বাজেট-নকশা সবকিছুতেই জটিলতা থেকেই যাচ্ছে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রকল্পের বাস্তবায়নে জটিলতা নিয়ে সুকান্ত হালদারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মো. আসাদুজ্জামান।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago