ভবদহের কান্না শোনার কেউ নেই!
যশোরের ভবদহ অঞ্চলের দুঃখ দিগন্ত বিস্তৃত জলরাশি। এই অঞ্চলে পানিবন্দী জীবনের শুরু গত শতকের ষাটের দশকে। বিলে জোয়ারের লোনা পানির প্রবেশ ঠেকাতে বাঁধ নির্মাণ করা হয় সে সময়। আর ধীরে ধীরে ডুবতে শুরু করে গ্রামের পর গ্রাম, ফসলি জমি, মাঠ, বাড়ি-ঘর।
যুগের পর যুগ এভাবেই কেটে যাচ্ছে অনিশ্চিত জীবন। আদৌ কি এর শেষ হবে? পানিবন্দী জীবনকেই কি নিয়তি বলে মেনে নিতে হবে এই অঞ্চলের মানুষের?
ভবদহ অঞ্চলের দুঃখ-দুর্দশা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ থাকছে ভবদহ অঞ্চলের পানিবন্দী মানুষের গল্প।
Comments