মন্ত্রী-এমপিদের আত্মীয়রাও কি ক্ষমতার অংশীজন?

বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করায় রেলমন্ত্রীর ৩ আত্মীয়কে জরিমানা করে বরখাস্ত হয়েছিলেন ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) মো. শফিকুল ইসলাম।

বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করায় রেলমন্ত্রীর ৩ আত্মীয়কে জরিমানা করে বরখাস্ত হয়েছিলেন ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) মো. শফিকুল ইসলাম।

সমালোচনার পর রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রথমে ওই যাত্রীদের আত্মীয় হিসেবে স্বীকার না করলেও পরবর্তীতে তা স্বীকার করেছেন। টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশও প্রত্যাহার করা হয়েছে। রেলমন্ত্রী বলেছেন, তার স্ত্রী শফিকুল ইসলামের বিরুদ্ধে 'অভিযোগ' করেছিলেন, বরখাস্ত করতে বলেননি।

বাংলাদেশে কি তাহলে ক্ষমতাবানদের সঙ্গে তাদের আত্মীয়রাও ক্ষমতাবান হয়ে যাচ্ছেন? ক্ষমতা প্রদর্শন এবং ক্ষমতার অপব্যবহার কি এখন এতটাই স্বাভাবিক?

স্টার ভিউজরুমে রেলমন্ত্রীর আত্মীয় নিয়ে সাম্প্রতিক ঘটনা এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার বাংলা সম্পাদক গোলাম মোর্তোজা।

Comments

The Daily Star  | English

Netanyahu agrees to Gaza ceasefire talks

The Israeli PM agrees to send delegations to Egypt and Qatar, where negotiators have been trying to secure the release of Israeli hostages as part of a possible Gaza ceasefire deal

38m ago