মৃত্যুযাত্রার রেলগাড়ি
জুন ১৩, ১৯৭১-মধ্যরাত। সৈয়দপুরের শত শত মাড়োয়ারি পরিবারকে এনে জড়ো করা হচ্ছে রেলস্টেশনের পাশে।
মেঘাচ্ছন্ন চাঁদের আলো আর স্টেশনের মৃতপ্রায় ল্যাম্পের মাঝে দাঁড়িয়ে সেদিন কি তারা বুঝতে পেরেছিল রাত পোহানোর সঙ্গে সঙ্গে কতটা নির্মম পৈশাচিক গণহত্যায় শত বছর ধরে গড়ে ওঠা পুরো একটি সমাজ, একটি গোষ্ঠী বিলীন হয়ে যাবে বাংলার মাটি থেকে?
সৈয়দপুরে মাড়োয়ারি সম্প্রদায়কে নৃশংসভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা নিয়ে প্রযোজনাটি নির্মিত হয়েছে দ্য ডেইলি স্টার ও গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক-এর ইতিহাস গুরুকুলের যৌথ উদ্যোগে।
Comments