যে কারণে মহাবিপন্ন ৯ প্রজাতির দেশি মাছ

একসময় মাছ বলতে ধরেই নেওয়া হতো প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা মাছ। কিন্তু, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দেশের নদী, খাল আর বিলের মাছ। মহাশোল, কালা পাবদা, বাঘাইর, খোরকাসহ ৯ প্রজাতির দেশি মাছ এখন মহাবিপন্ন।

এই বিষয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি প্রতিবেদন। আজ স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ।

Comments