রঙিন মাছে ভাগ্য বদল
শখ করে রঙিন মাছ পোষা শুরু। সেই শখই বদলে দিয়েছে তরুণ উদ্যোক্তা সালমান সরদারের ভাগ্য।
সালমান সরদার যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামের বাসিন্দা। তিনি ২০১৭ সালে মাত্র ২ হাজার টাকায় ৬০টি রঙিন মাছ কিনেছিলেন। এই বিনিয়োগে প্রথম বছরেই আয় করেছিলেন ১০ লাখ টাকা।
রঙিন মাছ চাষে সফল খামারি সালমান সরদারকে নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।
Comments