লরির নিচে কিশোর: হত্যা নাকি দুর্ঘটনা?
পুরান ঢাকার উর্দু রোডে লরির নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক কিশোরের। নিহতের বাবার অভিযোগ, তার ছেলেকে হত্যা করা হয়েছে।
হত্যার অভিযোগ প্রতিবেশী রিয়াজউদ্দিনের বিরুদ্ধে। অন্যদিকে, রিয়াজউদ্দিন মামলা করেছে ছিনতাই করতে যেয়ে দুর্ঘটনায় মারা যায় ওই কিশোর। কিন্তু, সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা। দুর্ঘটনা না হত্যাকাণ্ড, কী হয়েছিল নিহত শান্ত সজীব জয়ের সঙ্গে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ফারহানা আহমেদের সঙ্গে মামলার গভীরে আলোচনা করেছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জামিল খান।
Comments